You have reached your daily news limit

Please log in to continue


এমপি পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

‘মোদি’ নাম নিয়ে কটাক্ষের দায়ে মানহানির মামলায় শাস্তি স্থগিত করায় ভারতের লোকসভার এমপি পদ ফেরত পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গন্ধী। ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া শাস্তি স্থগিতের রায়ের দুদিন পর সোমবার (৭ আগস্ট) এমপি পদ ফেরত পেয়েছেন তিনি। খবর এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মানহানির মামলায় সাজা স্থগিতের পর সোমবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য (এমপি) পদে পুনর্বহাল হয়েছেন কেরালার ওয়েনাড় আসন থেকে নির্বাচিত এমপি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এমন এক সময়ে এমপি পদ ফিরে পেয়েছেন, যখন মণিপুর নিয়ে বিরোধীদের মোর্চা আই.এন.ডি.আই.এ তথা ইন্ডিয়ার আলাদা আলোচনার দাবির ফলে বারবার ব্যাহত হচ্ছে পার্লামেন্টের কার্যক্রম।

‘মোদি’ নাম নিয়ে মন্তব্যের জেরে হওয়া মানহানির মামলায় গত শুক্রবার রাহুল গান্ধীর সাজা স্থগিত করে ভারতের সুপ্রিম কোর্ট। মানহানির মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। চলতি বছরের মে মাসে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছিল তাকে।

উল্লেখ্য, ভারতে ২০১৯ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টিপ্পনি কেটে রাহুল বলেছিলেন, ‘সব চোরের সাধারণ পদবি মোদি হয় কীভাবে?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন