থ্রেডসে যুক্ত হচ্ছে সার্চ ও ওয়েব ফিচার
বণিক বার্তা
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ১২:৫৮
টুইটার বা বর্তমান এক্সের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে থ্রেডস অ্যাপ চালু করে মেটা। এরপর এর ব্যবহারকারী বেড়েছে উল্লেখজনক হারে। ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতে নতুন সব সুবিধা যুক্ত করছে মেটা। এর অংশ হিসেবে দ্রুত প্লাটফর্মে সার্চ ফাংশন যুক্ত হতে যাচ্ছে। খবর এনগ্যাজেট।
কয়েক সপ্তাহের মধ্যেই নতুন ফিচারগুলো আসছে বলে একটি থ্রেডস পোস্টে জানিয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। পোস্টে তিনি বলেন, ‘থ্রেডসের জন্য একটি ভালো সপ্তাহ।এখানকার কমিউনিউটি এগিয়ে যাচ্ছে, একটি দীর্ঘমেয়াদি প্রাণবন্ত অ্যাপ তৈরির আশা করছি।’
- ট্যাগ:
- প্রযুক্তি
- সার্চ
- নতুন ফিচার
- ওয়েব
- থ্রেডস