চাহিদা স্বাভাবিকের চেয়ে ১০ গুণ, স্যালাইন রেশনিংয়ে এসেনশিয়াল ড্রাগস

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ০৯:৪৬

চলমান ডেঙ্গু প্রকোপে চাহিদা বেড়ে যাওয়ায় সরকারি হাসপাতালগুলোতে শিরায় দেওয়া স্যালাইন রেশনিং করার কথা জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসেনশিয়াল ড্রাগস।


নিয়মানুযায়ী, প্রায় ১ হাজার ১০০টি সরকারি হাসপাতালে শিরায় দেওয়া স্যালাইনের একমাত্র সরবরাহকারী এসেনশিয়াল ড্রাগস।


এসেনশিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে চাহিদা স্বাভাবিকের চেয়ে ১০ গুণ বেশি, তাই তা পূরণ করা কঠিন হয়ে পড়েছে।'


প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণনের উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, 'চাহিদা বেড়ে যাওয়ায় আমরা স্যালাইন সরবরাহে রেশনিং করতে বাধ্য হয়েছি।'


এসেনশিয়াল ড্রাগস এখনো গোপালগঞ্জ প্ল্যান্টে স্যালাইন উত্পাদন শুরু করতে পারেনি, যা আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও