পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩০

বাংলা ট্রিবিউন পাকিস্তান প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ২০:৫১

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। রবিবারের এই দুর্ঘটনায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন। জেলা কর্মকর্তাকে উদ্ধৃত করে পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও এ খবর জানিয়েছে। পুলিশের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন নিহতের সংখ্যা।


সিন্ধু প্রদেশের দক্ষিণে নওয়াবশাহ জেলায় ট্রেনটির দশটি বগি লাইনচ্যুত হয়। পাকিস্তানের বৃহত্তম শহর করাচি থেকে দুর্ঘনাস্থল প্রায় ২৭৫ কিলোমিটার দূরে। হাজারা এক্সপ্রেস নামের ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। সিরহারি স্টেশনের কাছে তা এটি দুর্ঘটনার কবলে পড়ে।


জিও টিভির খবরে বলা হয়েছে, অনেক মানুষ ট্রেনের একটি বগিতে আটকা পড়েছেন। উদ্ধারকৃতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা। সিন্ধুতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও