![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-08%252F8613f9a6-a1d4-4d65-9ca6-0108ab704552%252Fayushmann_to_ayushwoman_actor_wishes_to_be_nominated_in_best_actress_category_too_01.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
পর্দায় নারী চরিত্রে অভিনয় করতে গিয়ে কী হয়েছিল, জানালেন আয়ুষ্মান
অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। চার বছর পর আবার রুপালি পর্দায় ফিরবেন ‘ড্রিম গার্ল’। মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানার বহুল প্রতীক্ষিত ছবি ‘ড্রিম গার্ল টু’।
পূজার সুরেলা কণ্ঠের জাদু কাবু করেছিল অনেককেই। ফোনের অপর প্রান্ত থেকে এই স্বপ্নের সুন্দরীর মধুর আওয়াজ ভেসে আসত। তাঁর কণ্ঠের জাদুতে অনেকেরই হৃদয়ের ঘণ্টা বেজে উঠত। এদিকে ‘পূজা’র আড়ালে আসলে ছিলেন এক পুরুষ। তিনি আর কেউ নন, আয়ুষ্মান খুরানা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ড্রিম গার্ল’ ছবিতে ‘পূজা’রূপী আয়ুষ্মান খুরানা নারী-পুরুষ সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আবার তিনি ‘পূজা’র বেশে আসছেন।
গত মঙ্গলবার মুম্বাইয়ের বিকেসিতে অবস্থিত মেটা অফিসে ‘ড্রিম গার্ল টু’ ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এদিন মুক্তি পায় ছবির ট্রেলার। রাজ শান্ডিল্য পরিচালিত এবং একতা কাপুর প্রযোজিত এই কমেডি-ড্রামা ছবিতে আয়ুষ্মানের বিপরীতে দেখা যাবে অনন্যা পান্ডেকে।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, অনন্যা পান্ডে, রাজ শান্ডিল্য, একতা কাপুর ছাড়া ছবির অন্য দুই অভিনেতা রাজপাল যাদব, আর অভিষেক ব্যানার্জি।