নাইজারে জান্তার সমর্থনে রাজপথে অভ্যুত্থানপন্থিরা
পশ্চিম আফ্রিকার দেশটিতে ২৬ জুলাই প্রেসিডেন্টের গার্ডের সদস্যরা ক্ষমতা দখলের পর থেকে নাইজারে অভ্যুত্থানপন্থি মিছিলে তিনবার যোগ দিয়েছেন ইয়ে ইসুফু। দেশের স্ব-ঘোষিত নতুন নেতা আবদুরাহমানে চিয়ানিকে স্বাগত জানিয়ে রাজধানী নিয়ামির রাস্তায় শতাধিক মানুষের সঙ্গে মিলে গেয়েছেন গান, নেড়েছেন প্লে-কার্ড।
অভ্যুত্থানপন্থিরা ‘সাম্রাজ্যবাদী ফ্রান্স’ এবং পশ্চিম আফ্রিকান ব্লক ইকোওয়াসের বিরুদ্ধে স্লোগান দেন। নাইজারে সামরিক হস্তক্ষেপ এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ফিরিয়ে আনার হুমকি দিয়েছে ফ্রান্স ও ইকোওয়াস।
ইসুফু রাজধানীর একটি জলবায়ু ইনস্টিটিউটে কাজ করেন। নাইজারে নিরাপত্তাহীনতা, দুর্নীতি এবং মন্দা অর্থনীতির কারণে হতাশ তিনি। এ ছাড়া জঙ্গিবাদ তো আছেই। আল-কায়েদা এবং আইএস-এর সঙ্গে যুক্ত সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াই করছে বিশ্বের অন্যতম দরিদ্র দেশটি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সামরিক অভ্যুত্থান