অবৈধ বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরাতে সৌদি আরবের কাছে অনুরোধ
চ্যানেল আই
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ২০:২৯
সৌদি আরবে অবৈধ হয়ে পরা বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার সুযোগ দিতে সৌদি আরবের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যূলার বিষয়ক উপমন্ত্রী আলি বিন আব্দুর রহমান আল ইউসুফকে এক বৈঠকে এই অনুরোধ জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রাষ্ট্রদূত এসময় বলেন, যেসব বাংলাদেশি অভিবাসীদের নামে কর্মক্ষেত্র থেকে পলানোর মামলা রয়েছে, আকামা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে এবং যারা দেশে ফেরার জন্য আবেদন করেছেন তাদের দেশে ফেরার জন্য ছাড়পত্র পেতে কয়েক মাস অপেক্ষা করতে হয়। ফলে দীর্ঘদিন প্রবাসে বেকার অবস্থায় থেকে আর্থিক সংকটে পড়েন তারা।
বৈঠকে সৌদি আরবে কয়েক লক্ষ বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানের জন্য সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।