পাননি ভারতের ভিসা, তাই ভার্চুয়ালি বিয়ে সারলেন পাকিস্তানি তরুণী
পাকিস্তানের করাচির বাসিন্দা আমিনা বিয়ের জন্য ভারতে আসতে ভিসার আবেদন করেছিলেন। কিন্তু ভিসা মেলেনি। তাই বাধ্য হয়েই অনলাইনে তিনি বিয়ে করেন ভারতের যোধপুরের বাসিন্দা আরবাজ খানকে।
গত বুধবার তাদের বিয়ে হয়। ভার্চুয়ালি হলেও বিয়ের আনুষ্ঠানিকতায় কোনো কমিত ছিল না।
বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে বরের বেশে যোধপুরের ওসওয়াল সমাজ ভবনে উপস্থিত হন আরবাজ। ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে যুক্ত হন কনের সাজে থাকা আমিনা ও তার পরিবার। যোধপুরের কাজি তাদের বিয়ে পড়ান বলে জানায় এনডিটিভি।
- ট্যাগ:
- জটিল
- বিয়ে
- ভারতের ভিসা
- ভার্চুয়াল