অ্যাশেজে প্রথম দুই টেস্টে বাজবলের কিছুই দেখেননি লায়ন

প্রথম আলো প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১৬:০২

নাথান লায়ন কথাটা কি ঠিক বললেন! অস্ট্রেলিয়ান এ অফ স্পিনার নাকি বাজবলের কিছুই দেখেননি এবারের অ্যাশেজে। অন্তত যে দুটি ম্যাচে তিনি খেলেছেন। এটা সত্যি, বাজবলের বিপক্ষে তিনি ২-০ ব্যবধানেই এগিয়ে আছেন।


অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের যে একচ্ছত্র দাপট, সেটা শুরু হয়েছিল মূলত তৃতীয় টেস্ট থেকেই। তবে লায়ন চোটের কারণে শেষ তিন টেস্ট খেলতে পারেননি। সে কারণেই বাজবলের আসল তোপটা অনেকটাই তিনি টের পাননি। তবে প্রথম দুই টেস্টেও তো তাঁর ওপর থেকে কম ঝড় যায়নি। অবশ্য দুই টেস্টে ৯ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ভালো ভুগিয়েছেনও তিনি।


হয়তো উইকেট নেওয়ার আত্মবিশ্বাস থেকেই অস্ট্রেলিয়ান এই স্পিনার বলেছেন, তিনি বাজবলের কিছুই দেখেননি। এসইএন ক্রিকেটকে লায়ন বলেছেন, ‘আমি জানি, সবাই বাজবল নিয়ে কথা বলছে। তবে সত্যি বলতে আমি যে দুই টেস্টে খেলেছি, সেখানে আমি বাজবলের কিছু দেখিনি। বাজবলের বিপক্ষে ২-০ ব্যবধানে আমি এগিয়ে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দিকেও যদি তাকাই, ডেভিড ওয়ার্নারের কথাই যদি ধরি, আমি তাকে এক সেশনে সেঞ্চুরি করতে দেখেছি, সেটা আক্রমণাত্মক ক্রিকেট খেলেই।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও