ভিসা না পেয়ে ভারতীয় বাগদত্তাকে অনলাইনে বিয়ে করলেন পাকিস্তানি নারী

বাংলা ট্রিবিউন ভারত প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১২:৫৭

ভিসা না পেয়ে ভারতীয় বাগদত্তাকে অনলাইনে বিয়ে করেছেন এক পাকিস্তানি নারী। তারপরও দুই পক্ষের পরিবার ভীষণ খুশী। ভারতের যোধপুরে বুধবার জমজমাট আয়োজনে গাঁটছড়া বাঁধেন তারা।


চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আরবাজ খানের বাড়ি রাজস্থানের যোধপুরে, কনে আমিনা করাচির বাসিন্দা।


বিয়ের জন্য বুধবার আরবাজ খান বন্ধু এবং পরিবারের সঙ্গে যোধপুরের ওসওয়াল সমাজ ভবনে পৌঁছান। সেখানে কেবল বিয়েই হয়নি, উৎসবে মেতে উঠেছিল আরবাজের পরিবার।


বিয়ের পর আরবাজ বলেন, ‘আমিনা ভিসার জন্য আবেদন করবে। আমি পাকিস্তানে বিয়ে করিনি কারণ সেখানে এটা স্বীকৃত হবে না। পরে ভারতে এলে আমাদের আবার বিয়ে করতে হতো।’


বিয়ে পড়ান যোধপুরের কাজী। দম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে