বাসাবাড়ি থেকে আরশোলা দূর করবেন যেভাবে
চ্যানেল আই
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১১:৩৫
প্রায়ই মাঝরাতে ঘুম থেকে উঠে রান্নাঘরে পানি পান করতে গেলে দেখা যায় আরশোলারা দলবল নিয়ে হাঁটাচলা করছে। দেখলেই কেমন গা শিউরে উঠে। শুধু রান্নাঘর না- ঘরের ভিতর, বাথরুমসহ সারা বাড়িতে আরশোলা দেখা যায়। আর বৃষ্টির সময় এই আরশোলার সাথে অন্যান্য পোকামাকড়ও ঘর বাঁধে বাসায়।
কিন্তু সমস্যা হলো এই আরশোলা এবং নানা রকম পোকামাকড়ের ঠেলায় সেখানে খাবার জিনিস খুলে রাখাই দায়। ঝুড়িতে রাখা আলু, প্যাকেটে রাখা পাউরুটি সবই অর্ধেকটা করে খেয়ে রেখে দিচ্ছে। রেখা টেনেও কোনও লাভ হচ্ছে না। আর কোনও উপায় আছে কি?
- ট্যাগ:
- লাইফ
- তেলাপোকা নিধন
- আরশোলা