‘দি বিউটিফুল প্রিন্সেস’ নামের স্ট্রবেরির একটি কিনতে খরচ হতে পারে ৩৮ হাজার টাকা

www.ajkerpatrika.com জাপান প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৩, ১১:১৭

গল্পটা বিশেষ একধরনের স্ট্রবেরির। চমৎকর আকারের পাশাপাশি রং ও গন্ধে অনন্য হওয়ায় এর দাম চড়া। এতটাই চড়া যে, এটি পৃথিবীর সবচেয়ে দামি ফলগুলোর একটিতে পরিণত হয়েছে। এমন একেকটি স্ট্রবেরি কিনতে আপনাকে গুনতে হতে পারে ৩৫০ ডলার বা প্রায় ৩৮ হাজার টাকা পর্যন্ত। জাপানের এই স্ট্রবেরির নাম ‘বিজেন-হাইম’ বা ‘বিউটিফুল প্রিন্সেস’।


মিকিও অকুদা নামের জাপানের এক কৃষক এই জাত উদ্ভাবন করেন। স্ট্রবেরি চাষে নিজের কয়েক যুগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১৫ বছর নানা ধরনের পরীক্ষা চালিয়ে এই স্ট্রবেরি উৎপাদনে সফল হন অকুদা। এখন বিজেন-হাইম স্ট্রবেরির বিভিন্ন জাতের মধ্যে আলাদা একটি জায়গা দখল করে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে