![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/08/online/facebook-thumbnails/earthquake-samakal-648beb660cee2-samakal-64cf141fc9998.jpg)
ভারত-পাকিস্তান-আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, আহত ১০
ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
ভারতের ভূকম্পণ পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজি সেন্টার জানায়, শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে এই ভূমিকম্প হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। দিল্লিতে বহুতল ভবন থেকে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন সবাই। এসময় রাস্তায় লোকজনের ভিড় জমে যায়।
পাকিস্তানের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, হিন্দুকুশ পর্বতমালার আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ভূপৃষ্ঠের ১৯৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- ভারত
- পাকিস্তান
- আফগানিস্তান