কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নখ দেখে রোগ নির্ণয়

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ১৭:০৭

নেইল আর্টের পেছনে আমরা অনেকেই সপ্তাহের অনেকটা সময় দিয়ে থাকি। হাত ও পায়ের নখ সুন্দর করে সাজিয়ে তুলতে আমাদের অনেকেই মোটা টাকা খরচ করতেও অভ্যস্ত।


কিন্তু জানেন কী নখের বর্ণ দেখে আমাদের শরীরের ভেতরে ধীরে ধীরে বাড়তে থাকা নানা রোগের লক্ষণ বোঝা সম্ভব! আসুন জেনে নিই কীভাবে নখ দেখে বুঝবেন শরীরে কোনো রোগ বাসা বাঁধছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


স্পুন নখ: কারো নখ যদি স্বাভাবিকের তুলনায় নরম হয় তাহলে তাকে স্পুন নখ বলা হয়। এটি আয়রন সমস্যা কিংবা লিভার সমস্যার লক্ষণ।


হলুদ, পুরু বা ভঙ্গুর নখ: ফাঙ্গাস ইনফেকশনের কারণে হলুদ, পুরু বা ভঙ্গুর নখ দেখা যেতে পারে।


ছোট ছোট ঢেউ: দেহের অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ নখ। নখে ছোট ছোট ঢেউ বা উঁচু-নিচু থাকলে তা একটি রোগের লক্ষণ। এ রোগের নাম সোরিয়াসিস।  


ফ্যাকাশে নখ: আপনার নখ যদি ফ্যাকাশে বা সাদা রঙের হয় তাহলে তা অ্যানেমিয়া রোগের লক্ষণ। এটি অকাল ডায়াবেটিস বা লিভারের সমস্যারও লক্ষণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও