চট্টগ্রাম-আগরতলা বিমান পরিষেবা চালু শিগগিরই
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ১৫:২৫
এবার আকাশপথে চট্টগ্রামের সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা। বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে আগেই সিদ্ধান্ত হয়েছিল। এবার আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান চালানো হবে বলেও ঠিক হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
এই বিমান পরিষেবাকে চূড়ান্ত আকার দিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব সচিবালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত রুটে বিমান চালানোর অনুমোদন দেয় ত্রিপুরার মন্ত্রিসভা।
বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলার বিমানবন্দরে উপযুক্ত পরিকাঠামোসহ অভিবাসন কেন্দ্র গড়ার নির্দেশ দেন। এ জন্য সেখানে অন্তত ১৭ নিরাপত্তারক্ষী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে কাজ শুরু করেছেন ত্রিপুরা পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন।