![](https://media.priyo.com/img/500x/https://eisamay.com/thumb/102418650/optical-illusion-102418650.jpg?imgsize=101196&width=700&height=525&resizemode=75)
শুধু কর্তা-গিন্নি, কন্যাই নয়! ছবিতে রয়েছে দুটি বিড়ালও, 10 সেকেন্ডে খোঁজার চ্যালেঞ্জ নেবেন?
আপনার দৃষ্টিশক্তি কী তীক্ষ্ণ? সঙ্গে বুদ্ধিমত্তাও প্রখর? তাহলে নিশ্চয়ই অপটিক্যাল ইলিউশনের সমাধান করা আপনার বাঁ হাতের খেল! আসলে অপটিক্যাল ইলিউশনের মজাই হল মস্কিষ্ককে উস্কানি দেওয়া। তবে দেখতে সোজা লাগলেও, সমাধান করতে গিয়ে অনেকেরই ঘাম ছোটে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে। আর সেই ছবিতে কর্তা, গিন্নি আর কন্যার মাঝে কোথায় লুকিয়ে রয়েছে দুটি বিড়াল তা খুঁজতেই হিমশিম খেয়ে যাচ্ছেন সকলে।
অপটিক্যাল ইলিউশন এমনভাবে তৈরি করা হয় যা এককথায় মানুষের চোখের পরীক্ষা নেয়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি হাতে আঁকা সাদা-কালো ছবিটিতেও রইল আপনার জন্য নতুন চ্যালেঞ্জ। যেখানে আপনি দেখতে পাবেন এক পরিবারের কর্তা, গিন্নি ও ছোট্ট মেয়ে মিলে বসে রয়েছে। পরিবারের মাঝে আছে দুটি বিড়ালও। ছবিতে সেই বিড়াল দুটি খুঁজে বের করাই আপনার চ্যালেঞ্জ। যার জন্য সময় পাবেন 10 সেকেন্ডে। তাহলে দেখুন দেখি সমাধান করতে পারেন কিনা।