আশ্রয়কেন্দ্র ফাঁকা, পাহাড়ে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস
পাহাড়ি অঞ্চলে গত কয়েক দিন ধরে টানা মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। ফলে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। পাহাড়ি জেলা রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিতে মাঠে নেমেছে প্রশাসন। টানা বর্ষণের কারণে প্রাণহানি রোধে সচেতনতায় মাইকিং এবং আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তবে আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহ নেই পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের।
রাঙামাটি জেলা প্রশাসনের তথ্যমতে, শহরে ৩১টি পয়েন্টে চার হাজার পরিবারের আনুমানিক ১৫ হাজার মানুষ পাহাড়ে পাদদেশে ঝুঁকিতে বসবাস করছে। ২০১৭ সালে জেলায় পাহাড় ধসে ১২০ এবং ২০১৮ সালে ১১ জনের মৃত্যু হয়।
স্থানীয়দের তথ্যমতে, ২০১৭ সালের পরে ঝুঁকিপূর্ণ এলাকায় আরও ৫শ’ নতুন পরিবার বসতি স্থাপন করেছে।