যে ৩ কারণে কমছে ইলিশের উৎপাদন

প্রথম আলো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই), ময়মনসিংহ প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৩, ০৬:৩১

বৃষ্টি বাড়তে শুরু করেছে তিন দিন ধরে। ফসলের জন্য তো বটেই, ইলিশপ্রেমীদের জন্য তা নিয়ে এসেছে সুদিনের বার্তা। গত দুই দিনে চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় এক হাজার মণ ইলিশ এসেছে। তবে জেলে ও ব্যবসায়ীরা বলছেন, গত বছর একই সময়ে দিনে দুই থেকে তিন হাজার মণ ইলিশ আসত। এবার ইলিশ কম, দাম অত্যধিক বেশি।


চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারি জমাদার প্রথম আলোকে বলেন, গত দুই মাস বৃষ্টি কম থাকায় ইলিশ নদীতে তেমন আসেনি। এখন আসতে শুরু করলেও গত বছরের একই সময়ের তুলনায় তিন ভাগের এক ভাগও নয়।


মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা মনে করছেন, মূলত তিনটি কারণে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির হার কমছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও