বিএনপির সমাবেশে বৃষ্টির বাগড়া
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে ‘ফরমায়েশি’ রায়ে সাজা দেওয়ায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (৪ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে প্রতিবাদ সমাবেশ শুরু হয়নি।
দুপুর ১২টার দিকে সমাবেশের জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। মঞ্চের পাশে বাঁশের ঘেরা দিয়ে সিনিয়র নেতাদের বসার জন্য চেয়ারও বিছিয়ে দেওয়া হয়।