তিনি এখন কর্মীদের বেতন দেন মাসে ৯০ লাখ টাকা
প্রথম আলো
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৩, ১১:৩২
মনোয়ার ইকবালের পেশাজীবন শুরু ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বেতন ছিল ৬ হাজার টাকা। এখন নিজের প্রতিষ্ঠানে কর্মীদের বেতন দেন মাসে প্রায় ৯০ লাখ টাকা।
১০ বছরের ব্যবধানে এখন দেশে-বিদেশে ১০টি অফিস। দেশের সফটওয়্যার শিল্প খাতে তাঁর প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি লিমিটেডের অবস্থান প্রথম সারিতেই। প্রাইডসিস মূলত যেকোনো প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বয়ংক্রিয় (অটোমেশন) করার সফটওয়্যার তৈরি করে। কীভাবে গড়ে তুললেন প্রাইডসিস, এই প্রতিবেদককে সম্প্রতি সেই গল্প শোনালেন রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে নিজের অফিসে বসে।