চোখের ইশারায় পাগল করা প্রিয়া এখন কোথায় আছেন, কেমন আছেন?
সমকাল
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৩, ১২:০১
প্রিয়া প্রকাশ বারিয়া। দক্ষিণী ছবির গানের দৃশ্যে তাকে দেখা গিয়েছিল চোখের ইশারা করতে। তারপর নায়কের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন চুম্বন। তাতেই বাজিমাত। রাতারাতি ভাইরাল হওয়া এই অভিনেত্রী পরিচিতি পান ‘উইঙ্ক গার্ল’ হিসাবে। গত চার বছরে অভিনয় করেছেন হাতেগোনা কয়েকটি ছবিতে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধ অনুরাগী ক্রমাগত বাড়ছেই। ইতোমধ্যে ইনস্টাগ্রামে প্রিয়ার ফলোয়ার সংখ্যা ৭৬ লাখ ছাড়িয়েছে। সম্প্রতি প্রিয়ার বিকিনি পরা ছবি উত্তাপ ছড়িয়েছে। নীল সাগরের জলোচ্ছ্বাসের মধ্যে হলুদ রঙের বিকিনি পরা ছবিটি ইনস্টাগ্রামে রীতিমতো ঝড় তুলেছে। বিকিনি পরে যেখানে প্রিয়া ছবিটি তুলেছেন সেই জায়গাটিও ভীষণ পরিচিত। থাইল্যান্ডের ফুকে।