কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আন্দোলনকে দমন করার অংশ হিসেবেই নুরের ওপর আক্রমণ: মির্জা ফখরুল

চলমান আন্দোলনকে দমন করার অংশ হিসেবেই গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নূরকে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের নেতা–কর্মীদের যেভাবে আক্রমণ হয়েছে, এ ঘটনা তারাই ধারাবাহিকতা। তবে এভাবে ভয় দেখিয়ে চলমান আন্দোলনকে দমন করা যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, সেই সময় তাদের (সরকার) ফ্যাসিবাদের যে চরিত্র, সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, নির্যাতন করে এখান থেকে তারা বেরিয়ে আসতে চায়। জনগণের ন্যায়সংগত দাবিতে যে আন্দোলন চলছে, তারা তা দমন করতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণীর বিরুদ্ধে যে রায়, এটাও তাদের তারই একটি পদক্ষেপ। সন্ত্রাস করে, ভয় দেখিয়ে সাজানো রায় দিয়ে, সাজা দিয়ে, জেল-জুলুম করে তারা আন্দোলন দমন করতে চায়। কিন্তু জনগণ যখন জেগে ওঠে, তখন ভয় দেখিয়ে, সাজা দিয়ে, আক্রমণ করে আন্দোলন দমন করা যায় না।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন