পতনে শেয়ারবাজার, ৫০০ কোটি টাকার নিচে লেনদেন
দুই কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে আবার দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে সবকয়টি মূল্যসূচক। পাশাপাশি বেশি সংখ্যক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় নাম লিখিয়েছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন কমে পাঁচশ কোটি টাকার নিচে চলে এসেছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস পতনের মধ্যে থাকলো শেয়ারবাজার।
এর আগে সপ্তাহের প্রথম দুই কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হয়। তবে পরের দুই কার্যদিবসে খাদ্য এবং তথ্য প্রযুক্তি বা আইটি খাতের কল্যাণে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখীতার দেখা মেলে। গত দুই কার্যদিবসের মতো আজও খাদ্য খাতের বেশি সংখ্যক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। খাদ্যের সঙ্গে বস্ত্র খাতেরও বেশি সংখ্যক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। কিন্তু অন্য খাতগুলোতে দাম বাড়ার থেকে দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।