নেমপ্লেট খুলে সম্পাদকের কার্যালয় ভাঙচুর
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশনের) সভাপতি ও সম্পাদকের কক্ষের নেমপ্লেট বিএনপিপন্থি আইনজীবীরা খুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এসময় বারের সম্পাদকের কার্যালয়ের জানালা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা পাশাপাশি অবস্থান নেন। এরই একপর্যায়ে পেছনে গিয়ে সম্পাদকের কক্ষ ভাঙচুর করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে বার ভবনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।