You have reached your daily news limit

Please log in to continue


একবার চার্জে ১১ ঘণ্টা চলবে এই হেডফোন

ভারতের নাম্বার ওয়ান অডিও ওয়ার‍্যাবল ব্র্যান্ড বোট এর চমৎকার ফিচার সম্বলিত স্টোন ১৩৫ মডেলের ব্লুটুথ হেডফোন দেশের বাজারে এনেছে ডিএক্স গ্রুপ।

স্পিকারটিতে রয়েছে ৮০০ মিলি অ্যাম্প্যেয়ার ব্যাটারি ব্যাক-আপ। যার মাধ্যমে ব্যবহারকারীরা ১ বার ফুল চার্জে ১১ ঘণ্টা পর্যন্ত নন-স্টপ গান উপভোগ করতে পারবেন। ডিভাইসটি’র পোর্টেবল লাইট ওয়েট এবং টিডাব্লিএস ফিচার ব্যবহারকারীদের ডিজিটাল লাইফস্টাইলে ভিন্ন মাত্রা যোগ করবে।

ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, আমরা এ সময়ের তরুণদের কথা মাথায় রেখে ডিজিটাল লাইফস্টাইল পণ্য নিয়ে কাজ করছি। বোট এর আকর্ষণীয় ফিচারের বিভিন্ন মডেলের এসব ডিজিটাল লাইফস্টাইল গ্যাজেটে থাকছে টপ নচ টেকনোলজি। যা ব্যবহারে তরুণদের লাইফস্টাইল গ্যাজেট নির্ভর চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

এছাড়াও ১ বছরের ব্রান্ড ওয়ারেন্টি সহ আকর্ষণীয় সব ফিচারের সমন্বয়ে বোট এর ১৭টি এক্সক্লুসিভ স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট দেশের বাজারে সব রিটেইল চ্যানেল ও অনলাইনে এভেইলেবেল রয়েছে। যার মধ্যে শুধু ২,৯৯৯ টাকায় ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ, ৪,৪৯৯ টাকায় নয়েস ক্যান্সেলেশন এয়ারবডস ও ২,৯৯৯ টাকায় ওভারহেড হেডফোন উল্লেখযোগ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন