কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপের সূচি যেন রোহিত-কোহলিদের ‘গলার কাঁটা’

আরটিভি প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১৩:০৯

মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপের স্বাদ পেয়েছিল ভারত। কপিল দেবের হাত ধরে আসা বিশ্বকাপের প্রথম ট্রফির পর দুই যুগ বিশ্বকাপের মুখ দেখেনি ভারত। ২০০৭ সালে ধোনির হাত ধরে ভাঙে ডেডলক। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা ঘরে তোলে ভারত। আর তাতেই কাটে তাদের ২৪ বছরের শিরোপা খরা।


এরপর ২০১১ সালে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। সেই বিশ্বকাপটি ছিল ঘরের মাটিতে।


২০১১ বিশ্বকাপের পর দুর্ভাগ্য যেন ঘাঁটি গেড়ে বসে ভারত দলের ওপর। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শিরোপা জয়ের দিক থেকে ফেভারিট হিসেবে থাকলেও হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে এর ভেতর অর্জনও রয়েছে ভারতের। সেটি হলো ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও