কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউনূসের মামলা বাতিলের রুল শুনানি হবে হাই কোর্টের অন্য বেঞ্চে

বিডি নিউজ ২৪ হাইকোর্ট প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১৩:৪০

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই রুল শুনানির জন্য হাই কোর্টের বেঞ্চ পরিবর্তন করে দিয়েছে আপিল বিভাগ।


রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।


বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশিষ রঞ্জন দাশের হাই কোর্ট বেঞ্চ গত ২৩ জুলাই ওই রুল জারি করেছিল। এখন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চে আগামী দুই সপ্তাহের মধ্যে ওই রুলের ওপর শুনানি শেষ করতে বলেছে সর্বোচ্চ আদালত।


রাষ্ট্রপক্ষে এদিন শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খানও উপস্থিত ছিলেন। ইউনূসের পক্ষে শুনানি করেন আবদুল্লাহ আল মামুন।


ইউনূসসহ চার জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও