![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F400x225x1%2Fuploads%2Fmedia%2F2023%2F08%2F03%2F-51f27489e3ef5e55748735dbfd1e8900.jpg%3Fjadewits_media_id%3D871783)
রাজের নতুন সিনেমা ‘ওমর’, থাকছে চমক
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১২:২৩
ছোট পর্দায় নিয়মিত হলেও নির্দিষ্ট বিরতি নিয়ে বড় পর্দায় ভালোই চমক দেখান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো তাহসান-শ্রাবন্তীকে নিয়ে আলোচিত সিনেমা ‘যদি একদিন’।
টানা ৫ বছর পর নতুন ছবির ঘোষণা দিলেন রাজ। এটির নাম ‘ওমর’। মঙ্গলবার (২ আগস্ট) ছবিটির একটি ডামি পোস্টার সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন নির্মাতা। মুহূর্তেই সেটি হয় ভাইরাল, শুভেচ্ছায় ভাসছেন নির্মাতা।
তবে ছবিটির গল্প আর কাস্টিং বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার ভাষায়, ‘এই ছবিটি নিয়ে গত দুই বছর আমি কাজ করছি। এরমধ্যে সব গুছিয়ে ফেলেছি। কিছু চমক তো থাকছেই। শুটিংয়ে নামবো শিগগিরই। একটানা শেষ করবো। আমার প্রবল ইচ্ছা এ বছরই ছবিটি মুক্তি দেওয়ার। এর বেশি আপাতত কিছু বলছি না। আগে কাজটা করতে চাই।’