বাঁ চোখ লাফানো কি সত্যিই অশুভ লক্ষণ

প্রথম আলো প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১১:০৪

সকাল থেকে পুষ্পর বাঁ চোখটা লাফাচ্ছে। তখন থেকেই মনে ‘কু’ ডাকছে। তার পরিবারের ওপর কোনো বিপদ আসতে যাচ্ছে না তো? সন্তান স্কুলে যাতায়াতের পথে কোনো বিপদে পড়বে না তো? সারাটা দিন এই ভাবনাতেই আনমনা হয়ে রইলেন তিনি। সন্তান ঠিকঠাক বাড়ি ফেরার পরও স্বস্তি পেলেন না। আর থেকে থেকে বাঁ চোখটা লাফাচ্ছেই। মজার ব্যাপার হলো, বিকেল গড়াতেই মিষ্টির বাক্স নিয়ে হাসিমুখে হাজির হলেন তার স্বামী, তার পদোন্নতি হয়েছে।


পুষ্পর মতো অনেকেরই বিশ্বাস বাঁ চোখ লাফানো কোনো অশুভ লক্ষণ। আসলেই কি তাই? আর কেনই–বা লাফায় চোখ?


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনুর শারমিন বলেন, ‘চোখের কোনো পেশির হঠাৎ নড়ে ওঠাকেই আমরা চোখ লাফানো বলে থাকি। অধিকাংশ ক্ষেত্রে সাধারণ কিছু শারীরবৃত্তীয় কারণেই চোখ লাফানোর মতো অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়ে থাকে। চোখের কিছু সাধারণ রোগবালাইয়েও চোখ লাফাতে পারে। কিছু স্নায়বিক সমস্যাতেও চোখ লাফাতে পারে, তবে সে ক্ষেত্রে রোগের অন্যান্য উপসর্গও দেখা দেয়। আদতে ডান কিংবা বাঁ কোনো চোখ লাফানোর সঙ্গেই শুভ-অশুভ, কল্যাণ-অকল্যাণের কোনো সম্পর্ক নেই।’ তাঁর কাছ থেকেই জেনে নেওয়া যাক চোখ লাফানোর কারণ এবং প্রতিকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও