সূচি জটিলতায় চিন্তিত নয় বিসিবি
মাঠের খেলায় ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কতটা বিশেষ হতে পারবে, তা সময় বলে দেবে। তবে এরই মধ্যে সূচির জটিলতায় ‘বিশেষ’ হয়ে গেছে ভারতে হতে যাওয়া ৫০ ওভারের শ্রেষ্ঠত্ব প্রমাণের টুর্নামেন্টটি। শুরুর আর দুই মাস বাকি। অথচ দলগুলো এখনো টুর্নামেন্টের সূচি নিয়ে নিশ্চিন্ত নয়—এমনটা সর্বশেষ কোন বিশ্বকাপে হয়েছে? এমনকি উপমহাদেশের তিন দেশে হওয়া ২০১১ বিশ্বকাপের সূচি নিয়েও এত জটিলতা দেখা যায়নি।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ১৩ মাস আগে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছিল উদ্বোধনী ম্যাচের ১৮ মাস আগে। কিন্তু ভারত বিশ্বকাপ এখানে যেন অনন্য রেকর্ডই গড়ে ফেলেছে। নানা জট-জটিলতা পেছনে ফেলে গত ২৭ জুন প্রকাশ করা হয়েছিল বিশ্বকাপের সূচি। কিন্তু জটিলতা শেষ হয়েও হয়নি। এখনো সূচি চূড়ান্ত বলার সুযোগ নেই।
আয়োজকেরা সূচিতে আরও কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন। ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ১৫ অক্টোবর। ক্রিকইনফোসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহমেদাবাদের পুলিশ ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে, ১৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের নবরাত্রি উৎসব শুরু হওয়ায় একই সময় ম্যাচে জোর নিরাপত্তা দেওয়া কঠিন হবে। ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ পরিবর্তনের অনুরোধ জানায় তারা। এতে ম্যাচটি এক দিন এগোচ্ছে। পাল্টাচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের ম্যাচের সূচিও। ১২ অক্টোবর হওয়ার কথা থাকলেও দুই এশিয়ান দল মুখোমুখি হবে ১০ অক্টোবর। বদলে যাবে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচের সূচিও। এটি হতে পারে ১৩ অক্টোবর। এমনকি পরিবর্তন হতে পারে ১৪ অক্টোবর চেন্নাইয়ে হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সূচিও। একটি সূচি বদলে যাওয়ার অর্থ ওই ম্যাচের আশপাশে থাকা অন্তত চারটি সূচি এলোমেলো হওয়া।