রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন
রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টিতে অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোররাত থেকেই বেশ কিছু এলাকায় বৃষ্টি দেখা যায়। তীব্র গরমের পর এ বৃষ্টিতে নগরজুড়ে স্বস্তি ফিরেছে। তবে নগরের কোথাও ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি।
এ ছাড়া বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত