চলতি বছরে তিনবার বেড়ে পাঁচবার কমেছে এলপিজির দাম
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে এক হাজার ১৪০ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হয়।
চলতি বছরে এখন পর্যন্ত আটবার এলপিজির দাম নির্ধারণ করেছে বিইআরসি।
এর মধ্যে তিনবার বাড়ানো হয়েছে এবং পাঁচবার এলপিজির দাম কমানো হয়েছে। তিনবারে বেড়েছে ৪৬৪ টাকা এবং পাঁচবারে কমেছে ৬২১ টাকা। জানুয়ারি মাসে ৬৫ টাকা কমে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় এক হাজার ২৩২ টাকা, ফেব্রুয়ারিতে ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক হাজার ৪৯৮ টাকা, মার্চে ৭৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক হাজার ৪২২ টাকা, এপ্রিলে ২৪৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক হাজার ১৭৮ টাকা, মে মাসে ৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক হাজার ২৩৫ টাকা, জুনে ১৬১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক হাজার ৭৪ টাকা এবং জুলাইয়ে ৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৯৯৯ টাকা।