 
                    
                    বিমানবন্দরে হাঁটু গেড়ে শ্রদ্ধাকে ভক্তের প্রেম নিবেদন
                        
                            ঢাকা পোষ্ট
                        
                        
                        
                         প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ১০:১৮
                        
                    
                বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রায় এক দশক আগে বলিউডে পা রেখেছিলেন তিনি। তার প্রথম ছবি ‘আশিকি ২’ ২০১২ সালে মুক্তি পেয়েছিল। ছবিতে আদিত্য রায় কাপুরের সঙ্গে জুটি বেঁধে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন শ্রদ্ধা।
তারপর প্রায় ১১ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন। নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন শ্রদ্ধা। ‘স্ত্রী’, ‘এক ভিলেন’, ‘ওকে জানু’, ‘ছিছোড়ে’-র মতো ছবি রয়েছে তার ঝুলিতে। ‘হায়দর’, ‘হাসিনা পার্কার’-এর মতো অন্য ধারার ছবিতেও কাজ করেছেন। বাস্তব জীবনে তার মিষ্টি স্বভাবের জন্য অনুরাগীরা তাকে প্রায় চোখে হারান। সম্প্রতি বিমানবন্দরে তাকে প্রেম নিবেদন করে বসলেন এমনই এক অনুরাগী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও এখন ভাইরাল।
 
                    
                 
                    
                