ফের ফ্লোর প্রাইসে শেয়ার বাড়ছে
সমকাল
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৩, ০৬:০১
কয়েক দিনের দরপতনে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরের শেয়ার সংখ্যা ফের বেড়েছে। বুধবার এ সংখ্যা ২১৯টিতে উন্নীত হয়েছে। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ার ও মিউচুয়াল ফান্ড ৩৯২টি। এর মধ্যে ৫৬ শতাংশ শেয়ার এখন ফ্লোর প্রাইসে। সাম্প্রতিক সময়ের শেয়ারদর পর্যালোচনায় দেখা গেছে, গত এক মাসে এ সংখ্যা বেড়েছে ৩০টি। গত ৬ জুলাই ফ্লোর প্রাইসে পড়ে থাকা শেয়ার সংখ্যা ১৮৯টিতে নেমে এসেছিল।
ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, জুনে শেয়ারদর বৃদ্ধির ধারা ছিল। ভালো কিছু শেয়ারও ফ্লোর প্রাইস ছেড়ে বের হয়ে আসছিল। এতে আশাবাদী হয়ে কেউ কেউ বিনিয়োগও শুরু করেন। এখন তারা আবার লোকসানে পড়েছেন এবং বিনিয়োগ আটকে গেছে।