নারী ফুটবলারদের সংগ্রাম
খুলনার বটিয়াঘাটায় চার নারী ফুটবলারের ওপর প্রতিপক্ষের হামলার পর এবার তাদের এসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার তেঁতুলতলা আঞ্জুর মোড়ে আসামি সালাউদ্দিন এ হুমকি দেয় বলে অভিযোগ করেছেন হামলার শিকার খুলনার অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার সাদিয়া নাসরিন। ফুটবল হাফপ্যান্ট পরে খেলতে হয় বলে রক্ষণশীল একটি মহল এর বিরুদ্ধে প্রচার চালিয়ে থাকে। পুরুষের বেলায় যাদের এই মনোভাব, তারা নারীর ক্ষেত্রে আরও আক্রমণাত্মক হবে– এটি অপ্রত্যাশিত নয়। কিন্তু পৃথিবী কি তাদের মতো চলছে, না চলতে পারে?
খুলনার ঘটনায় ভিন্ন কিছু লক্ষ্য করা যায়। সেখানে গত ২৭ জুলাই প্র্যাকটিস করার সময় নূপুর খাতুন নামে এক মেয়ে সাদিয়া নাসরিনের ছবি তোলে। পরে তা সাদিয়ার বাবা-মাকে দেখিয়ে আজেবাজে মন্তব্য করে। তার কাছে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে, সে অকথ্য ভাষায় সাদিয়াকে গালাগালের পাশাপাশি এলোপাতাড়ি কিল, চড়, ঘুষি মারে। এর পর সাদিয়ার পরিবার ও ফুটবল একাডেমির প্রতিনিধি নূপুরের বাড়িতে গেলে তারাও হামলার শিকার হন।