ঋণের দলিলে বৃদ্ধাঙ্গুলির ছাপ নিতে হবে
ব্যাংক কোনো গ্রাহককে ঋণ বিতরণের আগে বিভিন্ন চার্জ সংক্রান্ত দলিলে ঋণগ্রহীতা এবং জামিনদাতার স্বাক্ষর নিয়ে থাকে। এখন থেকে স্বাক্ষরের পাশাপাশি বৃদ্ধাঙ্গুলির ছাপ নিতে হবে এবং তা জাতীয়পত্রের সঙ্গে যাচাই করে নিতে হবে।বাংলাদেশ ব্যাংক আজ বুধবার সব ব্যাংকের প্রধান নির্বাহীকে এ নির্দেশনা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, ঋণ প্রদানের উদ্দেশ্য গৃহীত চার্জ ডকুমেন্ট ঋণগ্রহীতা এবং জামিনদাতাসহ সংশ্লিষ্ট তৃতীয় পক্ষকে পড়ে শোনাতে হবে। এরপর ডকুমেন্টে স্বাক্ষরের পাশাপাশি উভয় পক্ষের বৃদ্ধাঙ্গুলির ছাপ নিতে হবে। সম্প্রতি আদালতের পর্যবেক্ষণে দেখা গেছে, কোনো কোনো ঋণ গ্রহীতা ও জামিনদারের স্বাক্ষর নেই। এতে ঋণ আদায়ের আইনগত প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এমন নির্দেশনা দিল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে