দাম বাড়লো এলপিজির, ১২ কেজি ১১৪০ টাকা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১৬:৩০

প্রতি কেজি এলপিজির দাম ৯৪ টাকা ৯৬ পয়সা হিসেবে ১২ কেজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১১৪০ টাকা। যা গত জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা। অন্যদিকে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।


বুধবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সাংবাদিক সম্মেলনে আগস্ট মাসের জন্য নতুন এ দাম ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন। এতে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।


প্রসঙ্গত, গত জুন মাসে ১২ কেজির দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। নির্ধারিত দাম আজ (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও