ত্বকের উজ্বলতা বাড়াতে ধনেপাতা

দেশ রূপান্তর প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১৬:৩১

শীতকালীন হার্বস হিসেবে ধনেপাতা জনপ্রিয়। খাবারের স্বাদ বাড়ায়। মাছ, মাংস, সবজি, ডাল ও তরকারির মতো নিত্যদিনকার খাবার থেকে শুরু করে চপ, ঝালমুড়ি, আলু কাবলি, ফুচকার মতো মুখরোচক খাবার সবটিতে ধনেপাতা ব্যবহার হয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ধনেপাতা শরীরের জন্য যেমন উপকারী তেমনি ত্বকের সৌন্দর্য বাড়াতেও এর জুড়ি মেলা ভার।


ফেসমাস্ক : নিয়মিত এই ফেসমাস্ক লাগালে দাগছোপ হালকা হবে, ত্বকের সতেজতাও ফিরে আসবে। এক মুঠো তাজা ধনেপাতা পেস্ট করে নিন। এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ধনেপাতার পেস্ট মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।



টোনার : ত্বকের যত্নে ধনেপাতার টোনারও ব্যবহার করতে পারেন। এই টোনার ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে, ত্বক মসৃণ ও উজ্জ্বল করে। এক মুঠো ধনেপাতা পানিতে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। পানিটা ঠান্ডা হতে দিন। এরপর পানি ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করার পর এই টোনার ব্যবহার করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও