নুরের বাসায় অভিযানের কারণ জানালেন ডিবি প্রধান
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসা থেকে মঙ্গলবার (১ আগস্ট) গভীর রাতে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার (২ আগস্ট) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইয়ামিনকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে বিস্তারিত বলেন তিনি।
ডিবি প্রধান বলেন, পল্টন কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ ও ভাঙচুরের ঘটনায় মামলার আসামি ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর তার বাসায় মামলার আসামিকে লুকিয়ে রেখেছিল।
হারুন অর রশীদ বলেন, সে (নুর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি। উনারতো আইন জানার কথা। উনি কেন তার বাসার মধ্যে মামলার আসামিকে লুকিয়ে রাখবেন? আমরা সেটা জেনেই গিয়েছি। উনার উচিত ছিল, বাধা না দিয়ে সহযোগিতা করা।
ডিবি পুলিশ জানিয়েছে, বিন ইয়ামিন মোল্লার বিরুদ্ধে পল্টন থানায় জোরপূর্বক প্রবেশ ও ভাঙচুরের অভিযোগে গত ২১ জুলাই মামলা হয়েছে। এই মামলাতেই ইয়ামিনকে গ্রেপ্তার করেছে ডিবি। এছাড়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসা ছাত্রদের উত্তেজিত করার চেষ্টার অভিযোগও রয়েছে।