ফিচের ঋণমানে যুক্তরাষ্ট্রের অবনমন

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১৩:১৫

বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং সংস্থা ফিচ তাদের ঋণমানে যুক্তরাষ্ট্রকে ‘এএএ’ থেকে এক ধাপ নামিয়ে ‘এএ+’ রেটিংয়ে বসিয়েছে।


বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আর্থিক দশা এবং ঋণের বোঝা নিয়ে উদ্বেগের কারণে দেশটির সরকারের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে ফিচ।


বিশ্বব্যাপী মুডি’স, এসঅ্যান্ডপি ও ফিচ– এ তিন মার্কিন কোম্পানির নির্ধারিত ঋণমানের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি।


যুক্তরাষ্ট্রের জন্য নতুন ঋণমান নির্ধারণ করে ফিচ বলেছে, গত ২০ বছর ধরেই তারা মার্কিন প্রশাসনে ‘সুশাসনের ধারাবাহিক অবক্ষয়’ লক্ষ্য করছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও