নিতিন দেশাইয়ের শিল্প নির্দেশনার ছোঁওয়া রয়েছে ‘লাগান’, ‘জোধা আকবর’, মতো বহু ছবিতে। নিজেরই স্টুডিয়োতে আত্মহত্যা করলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্প নির্দেশক।
প্রায় দু’দশকের বেশি সময় ধরে তিনি কাজ করছেন হিন্দি সিনেমায়। আশুতোষ গোয়ারেকর, সঞ্জয় লীলা ভন্সালী, বিধু বিনোদ চোপড়া, রাজ কুমার হিরানির মতো বহু প্রথম সারির পরিচালকের সঙ্গে কাজ করছেন তিনি। তাঁর শিল্প নির্দেশনার ছোঁওয়া রয়েছে ‘লগান’, ‘হম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘জোধা আকবর’, ‘বাজিরাও মস্তানি’র মতো ছবিতে। নিজের কাজের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন নিতিন।