ভারতে ২০০০ রুপি নোটের প্রায় ৯০ শতাংশ ব্যাংকে ফেরত এসেছে

প্রথম আলো প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১১:০৪

ভারতের বাজারে যত ২০০০ রুপির নোট চালু ছিল, তার ৮৮ শতাংশ দেশটির বিভিন্ন ব্যাংকে ফেরত এসেছে। এই হিসাব গত ৩১ জুলাই পর্যন্ত। অধিকাংশ মানুষ এসব নোট জমা দিয়েছেন, বিনিময় করেছেন খুবই কমসংখ্যক মানুষ। ফলে ব্যাংকগুলোর আমানত বেড়েছে।


টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ৩১ জুলাই পর্যন্ত মোট ৩ লাখ ১৪ হাজার কোটি রুপি সমমূল্যের ২০০০ রুপির নোট জমা পড়েছে। বাজারে এখনো ৪০ হাজার কোটি রুপি সমপরিমাণ ২০০০ রুপির নোট থেকে গেছে।


ভারতের বড় ব্যাংকগুলোর হিসাব, যত নোট ফেরত এসেছে তার মধ্যে ৮৭ শতাংশই জমা পড়েছে, আর বাকী ১৩ শতাংশ বিনিময় হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এই তথ্য দিয়েছে।


চলতি বছরের মে মাসে ভারতে ২০০০ রুপির নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দেয় আরবিআই। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট বদলে নেওয়ার বা জমা দেওয়ার সুযোগ আছে। একজন একবারে সর্বোচ্চ ২০ হাজার রুপির সমপরিমাণ ২০০০ রুপির নোট বদলাতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও