ইনস্টাগ্রামে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ১০:৩৪

বিনোদনের পাশাপাশি কাজের প্রয়োজনে নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন অনেকেই। কিন্তু মাঝেমধ্যে ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে পরিচিত বা অপরিচিত অনেক ব্যবহারকারী অনাকাঙ্ক্ষিত বা আক্রমণাত্মক বার্তা পাঠিয়ে থাকেন। ফলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে চাইলেই অনাকাঙ্ক্ষিত বা আক্রমণাত্মক বার্তার বিরুদ্ধে অভিযোগ করা যায় ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটিতে। ইনস্টাগ্রামে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক—


অনাকাঙ্ক্ষিত বা আক্রমণাত্মক বার্তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য প্রথমে ইনস্টাগ্রামে প্রবেশ করে যে মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করতে হবে, সেটি নির্বাচন করতে হবে। এরপর মন্তব্যটি ট্যাপ করে ধরে রাখলেই একটি পপআপ বার্তা দেখা যাবে। এবার বার্তায় থাকা ‘! ’ চিহ্নে ক্লিক করে প্রদর্শিত অপশন থেকে ‘রিপোর্ট দিজ কমেন্ট’ নির্বাচন করতে হবে। এরপর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ করার কারণ উল্লেখ করতে হবে। অপশনে বিভিন্ন কারণ দেখা যাবে। যে কারণে অভিযোগ করা হচ্ছে, তা নির্বাচন করে সাবমিট করলেই ইনস্টাগ্রামের কাছে অভিযোগ চলে যাবে। অনাকাঙ্ক্ষিত বা আক্রমণাত্মক বার্তার বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি নিজেদের পোস্ট থেকে সেগুলো মুছে ফেলারও সুযোগ দিয়ে থাকে ইনস্টাগ্রাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও