কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওএমজি ২-এ কাঁচি চললো ২৫-২৭টি দৃশ্যে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ০৯:২১

অক্ষয় কুমারের ‘ওএমজি ২’ নিয়ে জটিলতা কাটছেই না। সেন্সর বোর্ডে আটকে থাকার পর এবার খবর এ সিনেমাতে নাকি ২৫-২৭টি দৃশ্যে কাঁচি চালানো হয়েছে।
 
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওএমজি: ওহ মাই গড’-এ শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। আর এবার মহাদেবের ভূমিকায় দেখা যাবে তাকে। সেই চরিত্রের পরিচয়ে সামান্য বদল এনেছেন সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। এ ছাড়া বিবস্ত্র দৃশ্যের বদলে উপযুক্ত নাগা সন্ন্যাসীদের দৃশ্য ব্যবহার করারও নির্দেশ দেওয়া হয়েছে। সিনেমায় বেশ কিছু দৃশ্য ও সংলাপ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে, এ কথা মাথায় রেখে পরিবর্তন আনা হয়েছে সেই দৃশ্যগুলোতেও।  


কিন্তু এই সিনেমা নিয়ে কেন এত বিশ্লেষণ সেন্সর বোর্ডের? ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমা নিয়ে শুরু হয় বিতর্ক। এ সিনেমার সাজপোশাক থেকে শুরু করে সংলাপ— সব নিয়েই অসন্তোষ তৈরি হয় দর্শকের মধ্যে। ছবির কিছু সংলাপ বদল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তাতে বিশেষ লাভ হয়নি। মূলত এ কারণে‘ওএমজি ২’-এর মতো একটি সিনেমাকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার পথে হাঁটছে বোর্ড। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও