ভোটের লড়াইয়ে ‘প্রভাবশালী প্যানেলের’ ভরাডুবি কেন

প্রথম আলো প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ০৭:০৩

ভোটের আগেই আভাস পাওয়া যাচ্ছিল, লড়াই হবে সমানে সমান। ভোটের দিন কয়েক ঘণ্টা পেরোতেই ভোটকেন্দ্রের ভেতরে জোরালো কানাঘুষা শোনা যায়, ভোট ভাগ হচ্ছে, ফলাফলে বড় চমক আসবে। শেষ পর্যন্ত ভোটের ফলে ‘প্রভাবশালী প্যানেল’ হিসেবে পরিচিত ব্যবসায়ী ঐক্য পরিষদের একরকম ভরাডুবি হয়েছে। চমক দেখিয়ে দুই-তৃতীয়াংশ পদ নিজেদের ঘরে তুলেছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।


ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের পর্ষদের একাংশ, অর্থাৎ অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পরিচালক পদের ১৫টিতে জয়ী হয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা। তাঁদের মধ্যে সাতজন সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন আটটি পদে। এই প্যানেলের একাধিক হেভিওয়েট প্রার্থীও জয়ী হতে পারেননি। তাঁর মধ্যে রয়েছেন এফবিসিসিআইয়ের বর্তমান সহসভাপতি এম এ মোমেনও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও