কলকাতায় শুভর ‘উনিশে এপ্রিল’
এবার সেখানে একটি আট পর্বের ওয়েব সিরিজে অভিনয় করলেন এই বাংলাদেশি অভিনেতা। নাম ‘উনিশে এপ্রিল’। সম্প্রতি সিরিজটির শুটিং শেষ হয়েছে। কলকাতার লোকেশনে টানা প্রায় ২০ দিনের শুটিং শেষ করে গেল মাসের শেষের দিকে দেশে ফিরেছেন তিনি।
কলকাতা শহরে সত্তরের দশকে সংঘটিত সুরূপা গুহর মৃত্যুরহস্য নিয়ে ‘উনিশে এপ্রিল’। সত্য ঘটনা অবলম্বনে থ্রিলার ঘরানার এ সিরিজে একজন শিক্ষাবিদের চরিত্রে অভিনয় করেছেন শুভ। এই প্রথম তাঁকে এ ধরনের চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘যে মাধ্যমে যত কাজ করেছি, আগে এ ধরনের চরিত্রে কাজের সুযোগ আমার হয়নি। গল্প বেজড কাজটিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্র। এটি আমার জন্য দারুণ একটি কাজ হয়েছে।’
সিরিজটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। ২০১৮ সালে ‘বালি ঘর’ নামের তাঁর একটি ছবিতে আরিফিন শুভর অভিনয় করার কথা ছিল। সে সময় ঢাকাতে ছবিটির সংবাদ সম্মেলনেও এসেছিলেন এই পরিচালক। ছবিটির জন্য শুভ লুক সেটও করেছিলেন। কিন্তু কোনো কারণে ছবিটি আর হয়নি। শুভ বলেন, ‘বালি ঘর না হলেও তাঁর সঙ্গে আমার যোগাযোগ ছিল। কলকাতায় গেলে দেখা হতো, আড্ডা হতো। দারুণ একজন মানুষ। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে একবারও মনে হয়নি আমি ঢাকাতে নাই। কাজের সময় খুব আরাম করে কাজ করেন তিনি।’
- ট্যাগ:
- বিনোদন
- থ্রিলার ছবি
- সিনেমার শুটিং
- আরিফিন শুভ