কিছু একটা ষড়যন্ত্র করতে চেয়েছিলেন তাঁরা: এসপি

www.ajkerpatrika.com তাহিরপুর প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ০৭:৫৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরে বেড়াতে গিয়ে নৌকা থেকে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ও বর্তমান ৩১ শিক্ষার্থীসহ ৩৪ জনের সবাই ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ। তাঁরা সাংগঠনিক কার্যক্রম এবং কিছু একটা ষড়যন্ত্র করার জন্য সেখানে একত্র হয়েছিলেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।


তবে গ্রেপ্তার শিক্ষার্থীদের অভিভাবকেরা দাবি করেছেন, তাঁদের সন্তানেরা শুধু বেড়ানোর জন্যই হাওরে গিয়েছিলেন। তাঁরা কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নেই।


এসপি মোহাম্মদ এহসান আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকায় থাকা ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ২৪ জন বুয়েটের বর্তমান শিক্ষার্থী, ৭ জন সাবেক শিক্ষার্থী এবং বাকি ৩ জন তাঁদের আত্মীয়স্বজন।


এসপি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিভিন্ন ডিভাইস জব্দ করে এবং সেগুলো পর্যবেক্ষণ করে কিছু আলামত পাওয়া গেছে। আলামত দেখেই বোঝা গেছে তাঁরা সবাই ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও