You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে ফের অভিযুক্ত ট্রাম্প

চার মাসের মধ্যে তৃতীয় ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল জুরি মঙ্গলবার বিকেলে ট্রাম্পকে ২০২০ নির্বাচনের ফল বদলে দেয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করে। ৩ আগস্ট তাকে ফেডারেল আদালতে ডাকা হয়েছে।

বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ ওয়াশিংটন ডিসিতে অভিযোগটি দায়ের করেন। তিনি মার্কিন বিচার বিভাগের পক্ষে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের নেতৃত্ব দিয়েছেন।

ট্রাম্প ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের দৌড়ে রিপাবলিকান পদপ্রার্থী। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘আমি শুনেছি জ্যাক স্মিথ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য আরেকটি জাল অভিযোগ আনতে যাচ্ছেন। কিন্তু কেন তারা আড়াই বছর আগে এটি করেনি? কেন তারা এতদিন অপেক্ষা করল? এখন যখন আমি আমার নির্বাচনি প্রচার চালাচ্ছি তখনই এমনটা করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন