কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বর্ষায় গাছের যত্ন

সমকাল প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ০৭:৩১

চলছে বর্ষাকাল। এই সময়টা গাছ লাগানোর জন্য উপযুক্ত। গাছ বেড়ে ওঠার জন্য যেসব উপাদান প্রয়োজন তার মধ্যে গুরুত্বপূর্ণ সব উপাদান বৃষ্টির পানিতে রয়েছে। যেমন– নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, সালফেট ও নাইট্রেট আয়ন। এ কারণে বৃষ্টির সময় গাছের সতেজতা অনেক গুণ বেড়ে যায়।


তবে মাঝেমধ্যে অতিবৃষ্টি এবং পানি জমে থাকার ফলে গাছের বিপদও আসতে পারে। তাই উপকার-অপকার দুটিই আছে বলে বর্ষাকালে বিশেষ যত্ন নিতে হবে গাছের।


এ ব্যাপারে কথা হয় ফেনী গ্রিন গার্ডেন নার্সারির মালিক ওমর ফারুকের সঙ্গে। তিনি জানান, সব মৌসুমের চেয়ে বর্ষাকালে তিনি সবচেয়ে বেশি গাছের পরিচর্যা করেন। কারণ এই সময় গাছের চারা প্রচুর নষ্ট হয়ে যায়। বর্ষাকালে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে তার নার্সারিতে। বৃষ্টির ফলে যদি গাছের গোড়া থেকে উর্বর মাটি চলেও যায় তিনি জৈব সার, দোঁআশ বা এঁটেল মাটি দিয়ে আবার ঢেকে দেন গাছের গোড়া। এতে গাছ আবার সতেজতা ফিরে পায়। আবার গাছের গোড়ায় পানি জমে থাকলে তিনি পানিগুলো নিষ্কাশন করে ফেলেন এবং পানি নিষ্কাশনের জন্য বড় একটি নালাও কেটে রেখেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও