পাটের ব্যাগে নন্দন

সমকাল প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ০৭:৩১

পাটের তৈরি বিভিন্ন পণ্যের সুনাম দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে বেশ আগেই। সোনালি আঁশকে ঘিরে অনেক উদ্যোক্তা নিজের অবস্থান শক্ত করেছেন। কেউ কেউ নান্দনিকতার ছোঁয়ায় ভিন্নমাত্রা আনছেন পাটের ব্যাগে। এ নিয়ে লিখেছেন– অরণ্য সৌরভ


ফ্যাশন নদীর মতোই প্রবহমান। মাঝেমধ্যে এতে বাঁক এলেও, কয়েক বছর পরপর ঘুরে ঘুরে একই ফ্যাশন ফিরে আসে। সঙ্গে যোগ হয় নতুন ঢং। পোশাকের সঙ্গে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে ব্যাগের জুড়ি নেই। পাট দিয়ে অনেকে তৈরি করছেন সেসব ব্যাগ। কেউ কেউ ব্যাগে করছেন হ্যান্ডপেইন্ট। মনের মতো সাজিয়ে নিচ্ছেন পছন্দের পণ্যটি। ক্লাস, ভ্রমণ থেকে শুরু করে নিয়মিত ব্যবহার করা যায় পাটের ব্যাগ। পরিবেশবান্ধব ব্যাগ বিভিন্ন অনুষ্ঠানেও নেওয়া যায় অনায়াসে।


দেশি পাটের ব্যাগের ব্যবহার বৃদ্ধি, চাহিদা পূরণ এবং আর্থিক উন্নয়নের লক্ষ্যে পাটপণ্যের ব্যাগ নিয়ে কাজ করছেন গ্রামীণ জুটের স্বত্বাধিকারী ও ডিজাইনার আশিকুর রহমান। তিনি বলেন, ‘ফ্যাশনে পাটপণ্যের ব্যাগ খুবই মানানসই ও স্বতন্ত্র। দেশের সীমানা ছাড়িয়ে দেশের বাইরেও ফ্যাশন হিসেবে পাটের ব্যাগের গ্রহণযোগ্যতা বেড়েছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও